,

ThemesBazar.Com

ফোনের ব্যাটারি কতটুকু আছে তাও জানাবে গুগল ম্যাপ

সার্চ জায়ান্ট গুগল তাদের গুগল ম্যাপ অ্যাপে নতুন হালনাগাদ চালু করেছে। এই হালনাগাদে পরিবার ও বন্ধুদের সাথে রিয়েল টাইম লোকেশন শেয়ার করার সুবিধা যুক্ত হয়েছে। সাথে ব্যবহারকারির ফোনে কতটুকু ব্যাটারি আছে তা জানিয়ে দেবে এই ম্যাপ।

 

অ্যান্ড্রয়েড পুলিশে এই তথ্য প্রথম প্রকাশিত হয়। এরপর অনেক ব্যবহারকারি তাদের ফোনে পপ আপে নতুন এই ফিচার পাওয়ার কথা জানান।

 

দ্য ভার্জের খবরে বলা হয়, যখন একজন ব্যবহারকারি গুগল ম্যাপ অ্যাপে তার তথ্য অন্যের সঙ্গে শেয়ার করবে তা বন্ধুর গুগল ম্যাপ অ্যাপে দেখাবে। আর এই তথ্য থেকেই আপনি কোথায় আছেন সেখানে যাওয়ার নির্দেশনা পাওয়া যাবে।

 

আর এতে করে কেউ হারিয়ে গেলে বা ফোন বন্ধ হয়ে গেলে তাকে খুঁজে পেতে সহজ হবে।

ThemesBazar.Com

     আরও সংবাদ