,

ThemesBazar.Com

শুরু হয়েছে ‘সাপলুডু’ সিনেমার শুটিং

‘সাপলুডুর শুটিংয়ে এখন আমি মানিকগঞ্জে। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ছবির শুটিং শুরু হয়েছে।’ এমনিভাবে দুটি লাইনের মাধ্যমে আরিফিন শুভ তার নতুন ছবি সাপলুডুর শুটিং শুরু হওয়ার কথা জানালেন। গতকাল মানিকগঞ্জের মনোরম কিছু লোকেশনে হচ্ছে এই ছবির শুটিং। জানা যায়, শুটিংয়ে শুভর সঙ্গে অংশ নিয়েছেন জাহিদ হাসান, বিদ্যা সিনহা মিমসহ অনেক পরিচিত তারকারাও। মানিকগঞ্জের পাশাপাশি ছবিটির শুটিং হবে টেকনাফ, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামে। ‘সাপলুডু’ ছবিটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। ছবিটি নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

ThemesBazar.Com

     আরও সংবাদ